কুল নাহি মোর, জাত নহে উঁচু নাম;
ভয়ে কাপে মন, দুরু দুরু ধরাধাম।
পাপেতে নুজ্জ্ব শির থাকে অবনত,
তোমার কৃপা ভিক্ষাতে জগন্নাথ।।


যৌবন কাটে পঞ্চভূতের মোহে ,
      মৃত্যু যেনো বহুদূর গ্রহবাসী;
নিজেরে চিনিতে অবকাশ নাই মোর,
      সবকিছুতেই ভালো শুধু প্রত্যাশী।
তবুও জীবন ভালোবাসি পরমেশ,
নষ্ট কীটের তুমিই ভরসা শেষ;
আদিনাথ তুমি জগদ্বন্ধু, দয়াময় জগদীশ!
করুনার তুমি অসীম সাগর, ভক্তের পৃথ্বীশ।


তোমার চরনে সঁপিলাম মোর দ্রোহ,
অযাচিত সব নষ্ট লালসা মোহ,
তোমার করুনা জ্যোতিতে দিলাম ঠাই
আমার কষ্ট, বেদনার চাপা ছাই;
রিক্ত সকলি শেষ হোক অবিরাম-
ভয়ে কাপে মন, দুরু দুরু ধরাধাম।
পাপেতে নুজ্জ্ব শির থাকে অবনত,
তোমার কৃপা ভিক্ষাতে জগন্নাথ।।


সন্ধ্যা নামে ক্লান্ত দিনের শেষে
     কাল কেউটের প্রলয়নৃত্য মাঝে,
যৌবন হেথা অতীতের বিলাসিতা
     প্রাজ্ঞ অতীত আধারের রঙে সাজে।
যদিও জীবন চাহিদায় মোহময়,
সত্য কঠিন দৃড়তায় অয়োময়,
শেষ বিকেলের কোমল আলোতে তাই-
তোমার চরনে প্রেমময়, খুজি ঠাই।


তোমাতে বিলীন আমার অহংকার
কাম কামনার বিদ্রোহ চিৎকারে;
মিথ্যে বেসাতি ডুবুক আজিকে নাথ,
অশ্রু জলের তীব্র স্রোতের তোড়ে,
শুধু একরাশ ভালোবাসা সঁপিলাম -
কুল নাহি মোর, জাত নহে উঁচু নাম;
ভয়ে কাপে মন, দুরু দুরু ধরাধাম।
পাপেতে নুজ্জ্ব শির থাকে অবনত,
তোমার কৃপা ভিক্ষাতে জগন্নাথ।।