সপ্তাহ শেষের কবিতা


আমি হারিয়ে যেতে চাই
সুনীল সমুদ্রের ফেনিল ঢেউয়ে-
অন্তহীন আকাশের বিমূর্ত বিষ্ময়ে,
গভীর অরণ্যের নিষিদ্ধ আধারে,


তোমাদের থেকে অনেক দূরে।।
প্রচলিত সামাজিক প্রথা ছিড়ে ফুঁড়ে;  
         অবকাশ নয়, আমি স্বাধীনতা চাই
         আশ্বাস নয়, আমি ভালবাসা চাই,
         প্রত্যাশা নয়, আমি প্রত্যয় চাই,
         ঘুম ভেঙে নয়, আমি বাস্তবে তাই,
         স্বপ্নের ঘোর লাগা, সততাকে চাই।


কবিতার ছন্দে, মিশে থাকা রঙ্গে;
যৌবন বড় জ্বালা, কৈশোর ঢঙ্গে,
         বালিকাকে নয়, আমি নারীকেই চাই
        ছেড়া ফাটা নয়, আমি চকচকে চাই,
        ভাললাগা নয়, আমি ভালোবাসা চাই।
        মেঘবতী নয়, তাই পাহাড়ের চূড়াময়
         বজ্রের ভয় নয়, শক্তিকে চাই।।


সপ্তাহ অন্তে তাই, না পাওয়ার বেদনারা,
মিথ্যের বেসাতিতে- ভেসে যাওয়া স্বপ্নরা,
কাল ভোরে রাস্তায়, অফিসের যাত্রীরা
হিসাবের খাতা খোলে, পাচ দিন রাত্রীরা।