এ যেনো এক স্রোতের মাঝে ডুব-
হারিয়ে যাওয়া সময়কে আর খুজে-
যায়না পাওয়া; মুখটি তোলার পর।
এযেনো এক শেষের দিকে ধাওয়া-
ধাধার বাধায়- পথ হারিয়ে যাওয়া।


তোমরা ভাবো, দুঃখ নিয়ে লেখা
  কবির জীবন হতাশ নদীর চর,
বরং কবিই নিজের উন্মাদনায়,
  চন্দ্রাহত তোমারা লোভের পর।


যুদ্ধে কবির হৃদয় থাকে ত্রস্ত,
  কল্লোলিত শব্দবানে ঝড়-
তোমরা বলো লোকদেখানো সবই,
  কবির চোখে স্বপ্নভাঙ্গা ঘর।


তোমরা বলো, ভালোই আছি বেশ,
  মিথ্যে কেনো শব্দে কাদো কবি?
ফুল দিয়ে যায় ভালোবাসা কেনা,
  শোকের মালায় সাজাও কেনো ছবি?


অর্থ বিত্ত লোভের জ্বরে সুখি,
  তোমার সাথে এইখানেতে ভেদ,
নিজের মাঝে আত্মভোলা কবি,
  অসীম মাঝেই সসীম করে ছেদ।


ভাবতে পারো কবির দাম্ভিকতা,
আর কিছু নাই নিজের করে পাওয়া;
এযেনো এক শেষের দিকে ধাওয়া,
ধাধার বাধায়- পথ হারিয়ে যাওয়া।