আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক।
আমি চাই, প্রানপনে চাই।
তাই এড়িয়ে যাই, তোমার হাঁটা পথ।
এড়িয়ে যাই পরীবাগ, মালিবাগ,বাসাবো এবং ছায়াবীথি।
এড়িয়ে যাই প্রানের শহরটাও।


এখন বুঝবেনা তুমি,
যে তুমি ভালোবাসা মাড়িয়ে হেঁটে গেছো,
যে তুমি অস্বীকার করে পালিয়েছো ভালোবাসা থেকে,
যে তোমায় ইতিহাস মনে রাখবে হত্যাকারী;ভালোবাসার!
সেই তোমার সাথে আমার কোনো কথা নাই।
তুমি আজীবন দন্ডপ্রাপ্ত আসামী ভালোবাসার।
বন্দীত্ব তোমার সোনার খাঁচায় আর কৌশলী ভিড়ে।
আমি চাই তোমার সাথে এ জন্মে আমার আর দেখা না হউক।
আমি চাই আমার সাথে একবার তোমার দেখা হউক।


আমি চাই একবার,
এককাপ ধোঁয়া ওঠা চায়ের কাপে,
চোখে চোখ রাখা আমার তোমার দেখা হউক।
আমি চাই একবার,
তুমি আমার চোখে চোখ রেখে দেখে নাও আমি তোমাকে,
আমার চোখে তোমাকে কিভাবে দেখি?
একবার দেখা উচিৎ  তোমার।
মিথ্যা ঠাস-বুনটের শহরে আমি চাই,
একবার আমার সাথে তোমার দেখা হয়ে যাক।


আমি শুনতে চাই আমার তুমি কি বলো আমায়?
আমি দেখাতে চাই তোমায়, আমার অস্তিত্ব।
আমার জন্ম-মৃত্যুর পরিসংখ্যান,
আমার প্রতিমুহুর্তে হারিয়ে ফেলা নি:শ্বাস,
আমার বেগুনি পদ্ম, তোমার রং মেশানো সত্য।
আমার সান্ধ্যকালীন ফটোগ্রাফ কি বলে তোমায়?
আমি চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি খুব করে চাই।
আমি চাই তোমার সাথে আমার দেখা না হউক।
আমি চাই আমার সাথে একবার তোমার দেখা হউক।
দেখা-অদেখা কাব্যের শেষ হউক,অন্তত।


দ: খিলগাঁও, ঢাকা-১২১৯