ওপারে কি সুরভি!
প্রকৃতি লভেছে ফুলেল সাজি,
আমারও সঙ্গে নিবে মাঝি?
নীল দরিয়ার মাঝে হায়,
তরী মোর ভেসে যায়।
তবুও যাবে তুমি?
আঁধার নেমে সন্ধ্যা হয়,
ঝিঁঝি পোকার ডাকে প্রাণ জুড়ায়।
তবুও যাব—
তুলিয়া ধরিব সকল বাঁধা,
টুটিয়া লইব সৃষ্ট ধাঁধা।
শুনিব ঝিঁঝি পোকার নাদ,
মম হৃদয় হবে জোসনায় স্নাপিত।
সেখানে মৃদু ঝঙ্কারে প্রবাহিত হিল্লোল,
পুলকিত হবে মন,এ নয় কি কল্লোল?
প্রাণ সঞ্চারিত করিব তব তরী,
চাও কি? তবুও বিনিময় চাও যদি—
চুকিয়ে দেব সকল লেনাদেনা,
দেব প্রিয়, হাজারও সুগন্ধি বেণা।
তবুও সঙ্গে নিও মাঝি!
তবুও সঙ্গে নিও মাঝি!