স্বপ্ন ছিল! একমুঠো স্বপ্ন—
রংধনু সাত রঙে ছিল আকাশের নীলিমায়,
কুয়াশার মতো আবৃত ছিল আমার আঙিনায়।
স্বপ্ন ছিল! অসীম স্বপ্ন।
স্বপ্ন ছিল—
উঁচু উঁচু দালানের মতো আকাশ ছোঁয়ার,
কালো পাথরের বুকে ঘাস হয়ে ফোটার,
পিপাসিত পানকৌড়ির মতো জলে ভাসার,
স্বপ্ন ছিল স্বপ্ন!
স্বপ্ন ছিল—
ভুল রমণীর কানে জবা ফুল হব,
রক্ত রঞ্জিত রাজপথের অসি হব
জনসমুদ্রের সামনে ঢাল হয়ে রব।
স্বপ্ন ছিল অধরা স্বপ্ন!
আজ সব বয়ে যায় বেলায়-হেলায়-খেলায়,
আমি আবৃত স্মৃতিময় যাতনার আলখেল্লায়।
আমার স্মৃতি সারাদিন গতকালকে খুঁজে যায়,
আজকের সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে রয়।
বেদনার স্বপ্নরা তীব্র ব্যাথা দিয়ে উঠে জেগে,
খুঁজে দেখ এ ধরাতে স্বপ্ন দেখতে অর্থ লাগে।
তবুও স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন
এক বুক ভরা প্রকৃত স্বপ্ন।