সেই তো যেদিন তোমার প্রথম দর্শন পেলাম
আপন মগ্নতা ছেড়ে তোমাতে হারিয়ে গেলাম।
কিন্তু তুমি মিশে গেলে দূর আকাশের নীলিমায়,
তুমি মিশে গেলে শীতের ঘন কুয়াশার ধোঁয়ায়।
দ্যাখ—আজ সেই ক্ষণ এসেছিল যুগান্তর পরে,
প্রজ্জ্বলিত তারকারাজি সজ্জিত আমাদের তরে,
আর উচ্চারিত দূরত্ব শব্দটি আড়াল করেছে বহুদূরে।
আমি তো দিব্যি বেঁচে আছি প্রতিটি প্রহরে
এখন অপেক্ষা শুধুই মৃত্যুর শুভেচ্ছা দূতের।
তবুও আবার আমাদের বাঁচতে হবে মরার জন্য,
আমরা মিলিত হ'ব মিছিলের কন্ঠস্বরের জন্য।
এ বিরান ভূমিতে আবার আসো বসন্ত সেজে
পুনর্জন্ম পাবে দু'টি প্রাণ জোছনায় ভিজে।