আসছে মোদের ঘরের মেয়ে
যেথায় থাকিস আয় রে ধেয়ে
নীল আকাশে মেঘের মেলা
কাশ বনেতে শিশুর খেলা
সজীব প্রাণে অবুঝ চাওয়া
খুশির স্রোতে হারিয়ে যাওয়া
মেঠো পথের রাস্তা দিয়ে
জোড়া ঢাকে তাল বাজিয়ে
আসছে তারা ওই গ্রামেতে
পুজোয় সবার মন মজাতে
মাটির প্রলেপ খড়ের ওপর
কাঁসর - ঘণ্টায় আমেজ জবর
ফলপ্রসাদ আর ভোগের থালা
শিউলি বিভোর সকাল বেলা
মন ছুঁয়ে যায় এক নিমেষে
বন্ধু-স্বজন চারিপাশে
চণ্ডীতলায় পুরুতঠাকুর
স্তোত্রপাঠ আর ঢ্যাম-কুরকুর
ভক্তিসুধা সবার মনে
পুষ্পাঞ্জলি মা-র চরণে
আর্তিভরা অর্ঘ্য প্রদান
ভেসে আসা মধুর আজান
সব ভেদাভেদ মিটিয়ে দিয়ে
শরতের এই গন্ধ নিয়ে
শারদলক্ষ্মীর আবাহনে
খুশির পরশ লাগুক মনে৷৷