ডাকবে তুমি আবার কবে, আসবে কবে ফিরে?
আমার যে দিন বয়েই চলে তোমার স্বপ্ন ঘিরে৷
কাটছে যে দিন হিসেববিহীন, নিষেধ মানার তালে
আমায় নিয়ে গল্প লিখো সময় সুযোগ পেলে৷
গণ্ডি ভাঙার সাধ্য তো নেই, বাধ্য হয়েই আছি;
আসবে কবে সুদিন মোদের? থাকবো কাছাকাছি৷
গড্ডালিকার গণ্ডরা সব, ষণ্ডসম মূর্তি;
পড়ছে পাকে জেনে শুনে,  তবুও কতো ফুর্তি৷
হিসেব কষে নসিব বুঝি, ক্যালেন্ডারে চোখ ;
বৃথাই আমার দিন কেটে যায় সামাল দিতে শোক৷
আশার আলো আঁধার কালোয় মিশছে যেন সদাই,
মারণ ব্যাধি ভালো করে পিষবে কবে কসাই?
অন্তরীণে আর কত কাল থাকতে হবে জানো?
ঋণের বোঝা বাড়ছে শুধু, দায় হবে সামলানো.