অসন্তোষের ধার দিয়ে যাই তোষামোদের ভাড় ফেলে,
নত করি মাথা তখন সদ্ব্যবহারের ভাব পেলে৷
অনেক দোষে দোষী জানি, মানি আমি সব কথা,
মান বাঁচাতে জানি আমি, মানবো না হার অযথা৷


সকলেরই মান রয়েছে, দাম রয়েছে কম-বেশি,
অকারণে আঘাত হেনে নাই বা হলে আগ্রাসী৷
আমরা সবাই স্বার্থান্বেষী, ভালো সাজার ভান করি, চুলচেরা সব হিসেব করে সুদখোরেরই ভেক ধরি৷


আক্রমণের ধারটা যখন তীক্ষ্ণ করে বোদ্ধারা,
অত্যাচারীর মুণ্ডু কেটে শোধ নিতে চায় যোদ্ধারা৷
আস্ফালনে লাভ কি বলো,সাফ কথা তাই বলছি ভাই;
হিসেব করে চলেছো তুমি, বেহিসেবীরও শান্তি নাই৷


মাঝে পড়ে গো-বেচারা,দিগ্বিদিক জ্ঞান শুণ্য হয়,
শিলনোড়াতে পিষ্ট হয়ে শান্তমতির অবক্ষয়৷
বলছিগো তাই সুস্থ মনে ভাবনাগুলো গুছিয়ে নাও,
অন্যকে গুড় খানিক দিয়ে লাভের অংশ তুমিও খাও৷