জীবনপথের চলতি হাওয়ার পন্থী মোরা দুই
সুখ দুঃখের দোলায় মোরা হাতটা ধরে রই
আনন্দ আর হাসি মজায় জীবন যেন কাটে
দুঃখ যেন বিকিয়ে যায় আনন্দের এই হাটে


আমরা দুজন সুজন হয়ে যেন থাকি সবার মনে
মলিনতা দূর করে রই সুখের আলাপনে
দ্বন্দ্ব বিবাদ যাহাই থাকুক মিটিয়ে দেবো মোরা
সুখের প্রদীপ উঠবে জ্বলে জীবন হবে আনকোরা


মোদের মাথায়  আশিস বারি যেন সদা বরষে
একসাথে পথ পেড়িয়ে যাবো আনন্দে আর হরষে
আসুক যতোই ঝড়-ঝঞ্ঝা রুখবো অনিবার
যদি ঝড়ে স্নেহের আশিস পরম বিধাতার


এমন করেই বছর বছর করবো মোরা পার
তোমরা সবাই সাথে থেকো হয়ে প্রেমের আগার
স্নেহ-আশিস-শুভেচ্ছা তাই ভিক্ষা মোরা করি
তোমাদের এই ভালোবাসায় জীবন যেন গড়ি৷