ইচ্ছেরা সব কবিতা হয়ে উড়ছে
কে কবে কার বুঝেছে মন
অবহেলা সয়ে পুড়ছে এখন
অনাবিল মেঘে জলকণারা আজ
দিশাহীন হয়ে ঘুরছে...


আবেগগুলো দূরে সরে সরে থাকছে
আদিম দানব সহজ মানব
পথ পেরোতে হয়েছে সরব
কাঁটার বেড়ায় ক্ষত হলেও তারা
হাসি মুখ ধরে রাখছে...


বৃষ্টি খানিক ঝরছে
কুয়াশার সাথে আঁকিবুঁকি খেলা
হাজার কথার প্রমোদ মেলা
আনন্দগুলো বেমানান হয়ে
ক্লান্তির পথ ধরছে...