কেমন যেন পর হয়েছিস,
আমায় আর পরে না মনে,
আমার মনটা পরেই আছে
ওই নিরালার গোপন কোনে৷


আজ অনেকটা শক্ত মনের,
চিন্তারা আজ বড্ড সুঠাম,
তারের ওপর দাঁড়িয়ে আছি
নইলে বোধ হয় ভেসেই যেতাম৷


চাইনা হতে প্রাজ্ঞ আমি,
এই বুঝি বেশ ভালো আছি,
সস্তা আদর ফুরিয়ে গেলে
পলকা বাঁধন আলগা কাছি৷


এখন অনেক বাঁধা নিষেধ,
জীবন চলে খরো স্রোতে,
তবুও তোকে লুকিয়ে খোঁজা
বৃষ্টি ভেজা শীতের রাতে৷


খেরোর খাতার হিসেব জটিল,
হয়নি বোঝা তেমন করে,
সূর্য যখন অস্তাচলে
ভীষণ তোকে মনে পরে৷


সায়াহ্নে ফুল ঝরে গেছে,
হয়নি আমার মালা গাঁথা,
পরখ করে দেখতে গিয়ে
হারিয়ে গেলো সকল কথা৷