লক্ষ্যবিহীন লক্ষ্য আমার ব্রাত্য আমার ঘর
নিষেধ ভাঙার নিয়ম মানি, পথেই তৎপর
চার দেওয়ালের গণ্ডি ভাঙার বড্ডো মজা ভাই
পথেই খুঁজি বাঁচার আশা লক্ষ্য কিছুই নাই
অতল সাগর, ব্যাপ্ত আকাশ, সবুজ বনভূমি
মোনকে আমার দুলিয়ে দেয় দূরন্ত মৌসুমী