কলমটাকে দাবড়ে রাখো, চোখটি করে লাল,
অবুঝ কলম সবল হলেও থাকবে বেসামাল৷
অবুঝ হলেও সহজ ভাবে নানান কথা বলে,
মিথ্যা কথা বলতে নারাজ সত্য বলার ছলে৷
কলম যখন  বিদ্রোহী হয়, তখন বিক্রি হওয়ার নয়;
বিক্রি হলে জানবে সেটা মানবতার ক্ষয়৷
কলমটা গোঁয়ার হলেও মুক্তমনা প্রাণ,
কলমটাকে দাবিয়ে দেওয়া কবির অপমান৷
কলমটাকে ভরসা করেই স্বপ্নগুলো গড়া,
ভবিষ্যতই হিসেব করুক, বাঁচা নাকি মরা৷
সত্য বলা ভারী কঠিন, লেখা আরও দায়;
পিঠে নিয়ে অনেক বোঝা কলম সবই সয়৷
কলম জানি অজেয়, তাই থাকবে চিরকাল;
বুক বাঁধবে নতুন দিনের, আসবে শুভ সকাল৷
নতুন দাবি জানায় কলম, নয়া ভবিষ্যতে
খেলবে আবির কবির সাথে, থাকবে জন-মতে৷
সেই দিশাতেই শক্ত থাকা, ঋজু করে মন,
কলমটাকে আঁকড়ে ধরেই বাঁচা আজীবন৷
ঝরবে কালি কথা হয়ে নিপুণ কলম দিয়ে,
সাথী হবে আত্মকবি তার কবিকে নিয়ে৷
কলম-কালি কেড়ে নিলেও মানব না আর হার,
মনের কথা আপনি হয়ে উঠবে দুর্নিবার৷
হয়তো কলম অন্ন জোগায়, মেটায় জঠর জ্বালা;
সেই কলমই ছিন্ন  করে অন্ধকারের তালা৷