আমরা মেহনতি৷
জীবনযুদ্ধে লড়াই চালাই রোজ;
রোজনামচার হিসেব গুনি,
স্বপ্ন দিয়ে রাত্রি বুনি,
আমাদের কেউ রাখে না খোঁজ৷


আমরা কেবল প্রয়োজনের৷
'রোজ' হিসেবে আমরা খাটি;
যেমন চালায় তেমনি চলি,
যেমন বলায় তেমনি বলি,
ঘরে এসে ঝেড়ে ফেলি গায়ে লাগা কাদামাটি৷


শরীর মোদের লোহার খাঁচা৷
দিন ফুরোলে আধপেটা খাই;
পরের দিনের কাজের তালে,
বেরিয়ে পরি কোন সকালে,
রাত্রিবেলা খাবার কিনে হয়তো কটা পয়সা জমাই৷


দুর্ভাগ্যের ফসল মোরা৷
কাস্তে-কোদাল সঙ্গে নিয়ে
রোদে পুড়ে কাজে নামি,
রোজগারের ওই ফসলটুকু মোদের কাছে ভীষণ দামী;
চলার পথে হোঁচট খেয়েও সোজা থাকি সামলে গিয়ে৷


মোদের মাটি বাস্তবতার৷
রঙিন আলোর প্রত্যাশী নই;
মোমের আলোর তাপটা মেখে
জীবনপথের মন্ত্র শিখে
আমরা সবাই নিজের কাছে জয়ী৷