আমাদের গন্তব্যের কোনো লক্ষ্য নেই।
নেই কোনো সুনির্দিষ্ট নির্দেশ;
আমাদের কাজ শুধু ছুটে চলা।
ক্লান্তিবিহীনভাবে ছুটে চলা।


আমাদের কোনো স্বপ্ন নেই।
নেই কোনো স্বপ্নের কাণ্ডারী।
নিভৃত রাতগুলো সব
বাস্তবতার আঙিনায় দণ্ডায়মান৷


আমাদের কোনো কথা নেই।
কথা বুননের কোনো শব্দ নেই।
নিস্তব্ধতার মধ্যে পড়ে থাকা অগোছালো
শব্দ আর নির্বাকের মুখে সাজানো যায় না।


আমরা সব সজীব যন্ত্র।
যান্ত্রিকতার নিয়মে বাঁধা এক তুচ্ছাতিতুচ্ছ প্রাণ৷
যার অনুভূতি নেই;
নেই কোনো সহানুভূতিও৷