শহর জুড়ে কালবৈশাখীর খেলা যখন শুরু
স্তব্ধ হল তোমার কলম নিঃশেষিত মরু


সন্ধেবেলায় যখন সবার শুভ্রশঙ্খ বাজে
আমার শঙ্খ ক্লান্ত তখন কাব্যি করার কাজে


মুক্তি যাচে আমার শঙ্খ, ক্লান্ত পথিক সে
এমন করে চলে যাওয়াই সঠিক হল শেষে?


তোমার নামে আজও উজ্বল আমার বইয়ের মলাট
সাহিত্যের আজ বিষণ্ণ দিন, ভঙ্গুর তার ললাট


তোমার কলম গচ্ছিত থাক আমার বইয়ের ভাঁজে
আমার শব্দ কাব্য হয়ে মালা গাঁথুক নতুন সাজে


তুমি ছিলে, তুমি আছো, জানি থাকবে চিরকাল
তোমার কাব্যে আঁকা থাকবে আগামীকালের সকাল