মানুষ বড্ডো বেশি প্রত্যাশী
পান থেকে চুন খসলে পরেই অনেক বেশি আগ্রাসী
মানুষ বড়োই প্রত্যাশী


তেলের দাম যতোই বাড়ুক
রাতের ঘুম যতোই কাড়ুক
আগুন দামে কিনে হলেও পায়ে হবে রগড়াতে
শান্ত থাকবে সবাই তাতে, মলম পড়বে সব ক্ষতে


"আমিই রাজা, আমিই সেরা"- ভেবে তারা শান্তি পায়
গণ্ডগোলে পড়লে তুমি বুঝবে সব কে কোথায়
প্রত্যাশার পারদ যখন চড়তে থাকে দিনকে দিন
সাপের খেলায় মত্ত থাকে সদাই তখন বাজায় বীণ


পারিষদ কিছু জুটিয়ে নিয়ে বদ্ধ ঘরে চলে গুলতানি
মাথায় তারা জটলা করে ফন্দি-ফিকির আর শয়তানি
আমল তোমায় দিতেই হবে, নয়তো হবে মুখ হাঁড়ি
দোষগুলো সব ঝেঁটিয়ে এনে ঢালবে জেনো কাঁড়ি কাঁড়ি


মেনে নিলেই ভালো তোমায় বলবে জেনো সবসময়
মুখোশ পড়ে তোমার নামের প্রসংশার সব বন্যা বয়


তাই সংসারে থাকতে হলে সেজে থাকো পাঁকাল মাছ
নয়তো সেজো আমার মতো কাঁটাওয়ালা মাদার গাছ
মন্ত্রটা তাই শিখিয়ে দিলাম স্পষ্ট করে ঠিকভাবে
বাঁচবে তুমি শান্ত মনে বদল এনে স্বভাবে