সর্বহারা
--------------
কেউ জানে না, আমি  জানি
কেমন যে সেই সোনার খনি
তাতেই আছে পরশমণি
তাই সে আমি নিজের মানি৷৷


মাথার উপর বিপুল আকাশ
শরীর মনে গন্ধ বাতাস
কেন যে তুই আমায় যাচাস
পারিজাতের মিষ্টি সুবাস৷৷


চাঁদের আলোয় মিলন তিথি
পড়ছে মনে অনেক স্মৃতি
দুঃখ দেওয়াই যুগের রীতি
তাতেই যেন অনেক প্রীতি৷৷  


মনের যে জন রয় যে মনে
লুকিয়ে রাখি সংগোপনে
দুঃখ-সুখের আলাপনে
অশ্রুধারা দুই নয়নে৷৷


আমার যত কথা আছে
শিশির ভেজা গাছে গাছে
ফিরিয়ে দিলাম তোমার কাছে
হয় যদি ভুল আবার পাছে৷৷


দুঃখ রাতের নীরব তারা
হচ্ছে কেবল দিশেহারা
হবে কি আর কাজটি সারা
আঁধার আকাশ সর্বহারা৷৷


তোমায় রাখি অনেক সুখে
দুঃখ ঢাকি হাসি মুখে
চলে যাবো একা রেখে
কাঁদবে সেদিন আমায় দেখে৷৷


নাইবা হল আমার রবি
আমি হলাম পথের কবি
বন্ধ খাঁচা নেই যে চাবি
মিটিয়ে দিলাম আমার দাবি৷৷
                    ------শ্রাবন্তী গোস্বামী