ফিকে হয়ে যাচ্ছে সব কিছু.
সব স্মৃতি,
সব আবেগ,
সব একাত্মতা.
ফিকে হয়ে যাচ্ছি আমিও.
এটাই বোধ হয় নিয়ম,
কালের নিয়ম.
কালের যাত্রা বদলানো যায় কি?
নাকি কেউ বদলাতে চায়?
উত্তর খুঁজছি আমিও.
আর কি কেউ খুঁজছে?
বোধহয় না.
তবে আমিই কি সময়ের পরিপন্থী?
সময়ের হাওয়ায় পাল তোলা যাচ্ছে না.
হৃদয় আর মস্তিষ্কের অসম দ্বন্দ্ব
ঘিরে ধরেছে সমগ্র আমিটাকে.
তবু নিস্তার নেই.
পথ নেই পালাবার.