আবার আমি নিঃস্ব হলাম তোমার পৃথিবীতে,
যেমন করে বৃক্ষ শুকায় পৌষ-মাঘের শীতে৷
আবার আমার ক্লান্ত চরণ স্থবির হল পথে,
আকুল চোখের দৃষ্টি যে চায় উঠতে জয়োরথে৷
যেমন করে সুখের আশায় ভাসাই উজানভেলা,
যেমন করে ছন্দ নিয়ে সদাই করি খেলা...


ঠিক তেমন ভাবেই তোমার সঙ্গে খেলব আমি চলো;
কবি, তোমার কাব্যের ভার আমায় দেবে বলো...
যেমন করে দিয়েছ তাদের সকাল সন্ধ্যা নিশি,
আমায় চাওয়া অনেক কিছু, তাদের থেকেও বেশি?
আমায় দিও দু-চার কথা, খানিক প্রতিশ্রুতি,
কথার জালে জড়িয়ে দিও নেই যে তাতে ক্ষতি৷


কবি, তুমি কেমন করে শব্দগুলো বোনো?
এমন করে কেউ বোনে না কোনোদিন, কখনও৷
আমায় যদি শিখিয়ে দিতে নিতাম আমি শিখে
গ্রীষ্মের  শাখা ভরিয়ে দিতাম ফাগের গন্ধ মেখে৷


আষাঢ় যখন ক্ষনিক আবেশে জড়িয়ে ধরে বলে,
'আমার কাছে চলে এসো সকল কাজ ফেলে,
যেমন করে বৃষ্টি আসে সোঁদা মাটির কাছে,
আমার বুকেও তোমার জন্য অনেক রতন আছে৷'
আমিও তখন ভাবতে বসি দৃষ্টি করে স্থীর,  
ভাবনাগুলো শব্দেরডালি করে দেয় চৌচির৷


কবি, তুমি কেমন করে শব্দগুলো সাজাও?
মনের কাছে মনটি রেখে রম্যবীণা বাজাও?
আমিও তো ঠিক তেমন করেই মীড় দিয়েছি তারে
"আজি তোমায় আবার চাই শুনাবারে..."