আমার ভাষা প্রতিবাদের, আমার ভাষায় আলো;
আমার ভাষায় বিপ্লবীদল চোখ মেলে তাকালো৷
আমার ভাষা নিয়ম ভাঙে, জীবন গড়ে রঙে;
অবাধ স্রোতে ভেসে চলে জীবনের এই গাঙে৷


আমার ভাষা উদ্দীপনের, আমরা ভাষার সহায়;
ভাষাই মোদের জীবন চালায়,জীবন বাতি জ্বালায়৷
আমার ভাষায় কথা ফোটে সকাল সন্ধে রাতে,
পারবে ভুলতে নিজের ভাষা, পারবে কি এড়াতে?


আমার ভাষায় বৈশাখ মাস গেয়ে ওঠে "হে নূতন..."
আমার ভাষায় রবির সুরে ভরপুর এই জীবন৷
জ্যৈষ্ঠের দিনে ভরে ওঠে শাখে সান্ধ্যকালীন ফুল;
আমার ভাষায় সাম্যের গান গেয়ে ওঠেন নজরুল৷


আমার ভাষায় আষাঢ় বারি ঝরায় অবাধ ধারা,
শ্রাবণ আবার সিক্ত করে শুষ্ক আছে যারা৷
ভাদ্রের বাতাস ছাড়ে প্রশ্বাস আমার ভাষার ছন্দে,
ক্লান্তি ওরা বুঝতে দেয় না, ধান কাটে আনন্দে৷


আশ্বিনেরই পেঁজা মেঘে আমার ভাষার ভেলা ভাসে,
শারদলক্ষ্মী আসেন ঘরে অনন্ত প্রকাশে৷
কার্তিক মাসে সবাই যখন আকাশ প্রদীপ জ্বালায়,
আমার ভাষা কাব্য করে সন্ধ্যাকাশের তারায়৷


আমার ভাষার কলি ফোটে আমন ধানের শীষে,
নবান্ন তাই হাসছে শুধুই অগ্রহায়ণতে মিশে৷
মিঠে রোদ মাখছে পৌষ আমার ভাষার গানে,
ছন্দটা যে বাঁধাই থাকে জীবন বোধের তানে৷


আমার ভাষায় কবির মনে চরণগুলো জাগে,
মাঘের জ্যোৎস্না ক্লাম্ত হয়ে তোমার সোহাগ মাগে৷
ফাগের ছোঁয়ায় পলাশ ফুলে লাগে রাঙা পরশ,
ভাষা আমার হৃদয়মাঝে, সদাই মনে হরষ৷


'চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে'
গল্প লিখি এক মনেতে ভাষার আঙিনাতে৷
এমন করে আমার ভাষা বর্ষব্যাপি রয়,
আমার ভাষা মনে-প্রাণের চিরন্তন অক্ষয়৷৷