সত্য মিথ্যার লড়াই চলে অবিরাম
তাহার মাঝেই ধরনীর এত এন্তেজাম।
জোয়ার ভাটার মাঝেই তরী বহমান
আলো আঁধারেই জীবন- চলমান।
সাদা কালোর দ্বন্দ্ব আদি হতে অন্ত
ক্ষমতার যুদ্ধে পৃথিবী হয় অশান্ত।
হিংসা আর ভালবাসা একই মনে
বাস করে, রং বদলায়  প্রয়োজনে।
প্রেম বিরহ যেন  দুজন দুজনার সাথী
সুখের পরে দুঃখ আসে দিয়ে বিরতি।