দুনিয়া কাঁপানো আঠারো
মিনিটের বজ্রকণ্ঠে ভাষন।
তেইশ বছরের ইতিহাসে
নিরলস সংগ্রাম আন্দোলন।
শাণিত হলো বাঙালির সাহস
প্রাণিত করল জনতার মন।
একটি তর্জনী হিমালয়ের মত
দৃঢ় প্রত্যয়ে জানালেন আহ্বান।
দিয়েছি রক্ত দেবো আরো রক্ত
স্বাধীনতার নেশায় ব্যাকুল প্রাণ।
একটি তর্জনী পাকি জান্তারে
দিয়ে গেল হুংকার হুশিয়ার।
কার আছে ক্ষমতা আমাকে
দাবায়ে রাখবে এবার?
কত ব্যাকুলতা কত আগ্রহে
জড়ো হলেন কৃষাণ কৃষাণী।
১১০৮ শব্দে শোনালেন কবি
তাহার অমর কবিতাখানি।