অগ্নিঝরা মার্চ-
এলো আবার  বছর ঘুরে।
ইতিহাসের কথা ভাবতেই
দু'চোখ দিয়ে অগ্নি ঝরে।
সেদিন ছিল না এ মনে
ঋতুরাজ বসন্ত বিলাস।
ছিলনা প্রিয়ার মাথায়
বাহারি ফুলের মুকুট পড়িয়ে,
রাজপথে রিকসায় চড়ার অভিলাস।
ছিল মনে উৎকণ্ঠা, জনসমুদ্রে
ফুলে উঠা প্রতিবাদের ঢেউ।
স্বাধীনতা এ শব্দটি ছাড়া
স্বস্তিতে ছিলনা সেদিন কেউ।
অতঃপর, সাতই মার্চে এলো
সে বজ্রকণ্ঠে অগ্নিঝরা ভাষণ।
কাহার এমন সাধ্য আছে
করবে আমায় অন্যায্য শাসন?