উত্তাল সমূদ্রে ঢেউ উঠিল
স্বাধীনতা শব্দটি আমার চাই।
বৈষম্য, প্রবঞ্চনা,শোষণ আর
চলবে না এ সোনার বাংলায়।
সত্তরের সাধারন নির্বাচনে
জিতেও পায়নি শাসন ক্ষমতা।
পাকিরা শুরু করে তালবাহানা,
তাই তো অসহযোগ আনদোলনে
নামে বাংলার মুক্তিকামী জনতা।
বেগবান হয় অসহযোগ আন্দোলন
মিছিলে মিছিলে হয় গুলিবর্ষণ।
দোসরা মার্চের উত্তাল সময়
মানচিত্র খচিত পতাকা বানায়,
প্রথম উত্তোলন হয় এ বাংলায়।
তেসরা মার্চে পল্টন ময়দানে
স্বাধীনতার ইশতেহার ঘোষনা করে।
সেদিন থেকে মুছে যায় পূর্বপাকিস্তান,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নাম দেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।