আগুন এক রাসায়নিক বিক্রিয়া
অক্সিজেন,তাপ,জ্বালানি তিনের
সমন্বয়ে ঘটে শৃঙ্খল দহন ক্রিয়া।
আগুনের ভয়ানক লেলিহান শিখা
সবকিছু  পুড়ে পুড়ে করে ভস্মীভূত,
কত ভয়ানক আগুনে পোড়া ক্ষত!
অপরিকল্পিত নগরায়নে প্রতি বছর
ঘটে অগ্নিকান্ডের ভয়ানক ঘটনা।
কত মায়ের বুক খালি হয় আছে জানা?
শত স্বপ্ন নিমিষেই যায় পুড়ে
কত দেহ দেয়  আঙ্গার করে।
অক্সিজেন,তাপ,জ্বালানি তিনে
ভয়ানক অগ্নি ত্রিভুজ সৃষ্টি হয়,
অগ্নিকান্ডে এ ত্রিভুজ ভাঙতে হয়।