আঁধার পেরিয়ে হলো ভোর
ভেসে এলো আজানের সুর।
মোয়াজ্জিনের সমধুর আজান
সমবেত নামাজের আহ্বান।
কত সুরে বাজে কত গান
আজানের সুরে জুড়ায় প্রাণ।
এত মধুর আজানের ধ্বনি
মরনের পরেও যেন তা শুনি।
আজানের সুর যখন কানে বাজে
আমার মায়ে উঠে জায়নামাজে।
জায়নামাজে বসে মা দোয়া করলে
মায়ের দোয়া যায় না কভু বিফলে।