অদৃশ্য এক শৃঙ্খলে বেঁধেছো আমায়
যুগের পর যুগ হাঁটিতেছি  এ ধরায়।
হাতটি বাড়াও পাড়ে নাহি ভিড়াও
কাছে আসো বলে দূরে চলে যাও।
মেঘমালার মিলনে বিদ্যুৎ চমকায়
বিরহ বিহীন প্রেমের অলংকার কোথায়?
হৃদয় পুড়ে  আজ হইলো শ্বশ্মান
ভালোবাসা আজও কি অনির্বাণ?
মুক্ত বিহঙ্গ পাবে না উড়িবার স্বাদ
নিঃসঙ্গ রাতের না হয় যদি প্রভাত।
প্রেম কয়েদির জীবন হলো পার
দুনিয়া জোড়া যেন বিস্তৃত কারাগার।
আকাশ জুড়ে নীলিমার বিশালতা
নীল কষ্টে ছড়ানো জীবনের খাতা।
সমাধি স্তম্ভ হয় যদি নির্মাণ
ভালোবাসা আদৌ কি অনির্বাণ?