নিথর এ দেহে পাথুরে মনে
কান্নার আওয়াজ কেহ পায় না।
সব আয়োজন মিথ্যে হলে
জীবনের স্বাদ যে আর থাকে না।
বিচ্ছেদের যে অনল প্রবাহ
পুড়িয়ে আমার পৃথিবী ভস্ম করে।
সে অনলে আলো ঝলমলে
সেজেছে আজ তোমার শহরে।
পাথুরে দেয়াল বিরহ নীলে
শত বর্ষের স্বাক্ষী হয়ে বেঁচে আছে।
কোন অপরাধে ক্ষনিকের সুখে
আমার প্রেম তোমার হৃদে মরে গেছে?