অতীতের ভুল গুলো
পীড়া দেয় মনে।
যায় না ভুলা অতীত
মনে পড়ে ক্ষণে ক্ষণে।
মন পুড়ে অন্তর্দাহে,
পোড়ামনের আঙ্গার
কেউ নাহি দেখে।
শব পুড়িলে গন্ধ ছড়ায়,
হৃদয় পোড়া গন্ধ
কেউ শুনতে নাহি পায়।
অতীতের ভুলগুলো
যদি ভুলা যেত।
পৃথিবীতে মানুষ একটু
সুখ খুঁজে  পেত।
অমোঘ অন্তর্দাহে
পুড়ে মানুষের মন।
বুঝে নাতো কেহ
ঝড়া পাতার মর্ম বেদন।