দুঃখ কষ্টের অনলে পুড়িলে
যেন না হারাই হতাশার আড়ালে।
সব তাপ পাপীদের জন্য নয়
কিছু তাপে মুমিনের আত্মশুদ্ধি হয়।
সোনা পুড়িলে অধিক তাপে
ভেজাল খাদ বের হয়।
মুমিন বান্দার অনুতাপে
সৃষ্টিকর্তা স্বয়ং খুশি হয়।
জাহেরে বাতেনে গড়েছি আমি
মস্ত বড় গোনাহর পাহাড়।
কায়মনোবাক্যে তওবা না করিলে
হবে নাকো কভু পরহেজগার।
অনুশোচনায় কাঁদে যার মন
আত্মশুদ্ধি আসবে তাহার,
থাকে যদি সরল পথে চলার পন।