নিকষ কালো আঁধারের রজনী
আর নিঃসঙ্গতাকে করে সঙ্গী,
কেটেছে বহুকাল, বহু ফাল্গুন
তবু এলে না ওগো অভিমানী।
কত ফুল ঝরেছে অভিমানে
কত প্রজাপতি উড়ে আনমনে।
পাখিরা নীরবে তোমার শূন্যতায়
সুরের গীতালি হারালো অজানায়।
সব নদী সাগরে মিশে যায়
সব রাত ভোরের আলো পায়।
শেষ বিকালে আছি দাঁড়িয়ে
আসবে তুমি থাকি অবাক চেয়ে,
ওগো অপরাহ্নের মেয়ে।