কি যে যাতনা বয়ে চলো ব্যথা
কত না পাওয়ার বিরহ গাঁথা।  
কত বন্ধু স্বজন আছে জীবনে
তবুও প্রিয়জন না পাওয়ার ব্যথা,
থেকে যায় হৃদয়ের গভীর কোণে।
সারি সারি সম্পদের পাহাড়
আছে কত শত অশ্ব ক্ষমতা,
জীবন জুড়ে আছে সহস্র সফলতা।
একটু সুখের আশায়  জীবন
হলো পার,নেই যেন পূর্ণতা।
পেলে বিদ্যো বোঝাই মাথা
তবুও যদি না থাকে মানবতা,
রেখে চলো হৃদয়ে সংকীর্ণতা
তাই তো তোমার সঙ্গী নিঃসঙ্গতা।
বিলিয়ে গেলে জ্ঞান জগৎ জুড়ে
সৃষ্টিকর্তায় নেই ইমান অন্তরে।
যে প্রদীপে আলো ছড়িয়ে যায়
সে প্রদীপের নীচে কালো রয়ে যায়।
দালান কোঠা করলে জগতের প্রেমে
বাবা মাকে পাঠালে বৃদ্ধাশ্রমে।
মানুষের সাথে করে গেলে শঠতা
জীবন তোমার শুধু অপূর্ণতা।