ফাগুন হাওয়ায় এল বসন্ত
আম্রকাননে ফুঁটেছে মুকুল।
প্রেমের সীমানা যেন অনন্ত
ভালবেসে দেব তারার ফুল।


কে তুমি ওগো মায়াবিনী
এলে জীবনে হয়ে বিনোদিনী।
ধীরে বহে  চলে মলয় পবন
খুলে দিয়েছি হৃদয় বাতায়ন।


বাসন্তী শাড়ীতে সাজবে তুমি
সাথে লাল পাড়ের আঁচল।
ফুলের মুকুট পড়িয়ে দিতে
আজ হবে না কোন ভুল।


নীল দরিয়ার উত্তাল লহরী
ক্লান্ত নাবিক কিভাবে দিত পাড়ি।
তুমি এলে হয়ে  জীবন সঙ্গী
তুমি আমার প্রিয়তমা অর্ধাঙ্গী।



উৎসর্গঃ প্রিয়তমা স্ত্রী।
তারিখঃ১৫/০২/২০২২ইং, রাতঃ০২ঃ৩০ মিঃ