(১)
দু'জাহানের বাদশাহ
বানিয়েছ মহান আল্লাহ।
ফুঁটেছে আরবে যে ফুল
তিনিই মোহাম্মদ রসুল।।
                     (২)
আরশে-আযীমে, লাওহে- মাহফুজে
সুভাষিত বেহেশত,সে ফুলের সৌরভে।
রবি- শশী সকল প্রাণি,সবই মানে তাঁহার বাণী
তাঁহার প্রেমে মত্ত ছিলেন ওয়াইস আল করুনি।
                    (৩)
তাঁহার নূরে ধন্য হলো এ ধরাধাম
স্বয়ং খোদা জুড়ে নিলেন তাঁহারি নাম।
শেষ বিচারের  আসবে যখন কঠিন বিপদ
কাঁদবে নবীজি বলিয়া ইয়া উম্মত,ইয়া উম্মত।।