আষাঢ়ে ঘন কালো আকাশ
                      মেঘ ডাকিছে মন্দ্র।
দিন দুপুরে রাতের আঁধার
                  মেঘে লুকালো চন্দ্র?
মন বসেনা ঘরের কোণে
              ঘন বর্ষার বাদল দিনে।
শীমের বীচি আর চাল ভাজা
               জীহ্বে যেন জল আনে।
পলো হাতে ছুটেছে মানুষ
                          হাঁটু জল মাঠে।
ছেলে বুড়ো ধরছে মাছ
                   উজান বিলের ঘাটে।
ছোট মাছের ঝোল রেঁধেছে
                     বাটা মসলার ঘ্রাণে।
মায়ের হাতের যাদু লেগেছে
                        টান লেগেছে মনে।
   এমন আষাঢ়ে বর্ষার দিন
                     আহারে ভুলি কেমনে।