স্তরে স্তরে সাজানো সপ্ত আকাশ
তোমার হুকুমে বইছে বাতাস।
জমীনকে করেছো বশীভূত
রিজিকের ব্যবস্থা হয় নিয়ত।
তারকা রাজি সাজালে নভলোকে
পথ দেখায় তাহা নিরালোকে।
জীবন মরনের স্রষ্টা তুমি
পরীক্ষায় পাশ করাও অন্তর্যামী।
তোমার আদেশে বহে ঝর্ণাধারা
নেই কোন জীব বাঁচে পানি ছাড়া।
উড়ন্ত পক্ষীকুল শূন্যে কর স্থির
তুমি অবিনশ্বর আমি মুসাফির।
ছড়িয়ে দিয়েছো আমায় এ পৃথিবীতে
সমবেত কর, রেখে সরল পথে।
হে রহমান জীবন দেনেওয়ালা
আমি মুসাফির তুমি আসমানওয়ালা।