বাঙালি মুক্তিকামী পালোয়ান
গেয়ে যায় তোমাদের জয়গান।
দেখিয়ে দিয়েছো কেমন করে
দেশমার্তৃকার তরে দিতে হয় প্রাণ।
ঘুমন্ত নিরস্ত্র বাঙ্গালীর উপর
কেমন করে সসস্ত্র আক্রমন করল
কাপুরুষ হায়েনার দল।
ক্ষুধার্ত নেকড়ের মত ঝাপিয়ে
পড়ল আমার মা -বোনদের উপর।
প্রতিরোধ গড়ে তুলে মুক্তিকামী
জনতা কৃষক,শ্রমিক,দিন মজুর।
বাঙ্গালি আত্মপ্রত্যয়ী মুক্তির নেশা
পাক-হানাদার হারায় দিশা।
বাঙ্গালির তপ্ত হৃদয়ের প্রতিরোধে
ভেঙ্গে যায় তাদের রন সজ্জা
খসে পড়ে তাদের অস্থি মজ্জা,
ধিক্কার জানায় বিশ্ব প্রতিবাদে।
অবশেষে ১৬ ডিসেম্বর আসে মাহেন্দ্রক্ষণ
পাক বাহিনী করে আত্মসমর্পণ।।