বনের মাঝে করলে বাস
দেখবে বনের জানোয়ার,
শিখবে তাদের কালচার।
জলের মাঝে করলে বাস
সঙ্গী হবে জলের মাছ।
ভাটির টানে জল গড়াবে
মাছের মতই ধরা খাবে।
কসাইখনায় করলে বিচরন
নিষ্ঠুর হবে কসাইয়ের মতন।
ব্রাহ্মণের পাশে ঘর বাঁধিলে
ধর্মের বানী কাহাকে বলে,
শুনবে তুমি প্রতি সকালে।
বুজুর্গ আলেমে দ্বীনের সাথে
যদি হয় তোমার পথ চলা,
পাবে শুধু অমিয় ধর্মের সুধা।
উর্বর ভুমিতে ফসল হয় বেশ
মানুষ হতে চাই ভাল পরিবেশ।
পরিবেশে অভিযোজিত সব প্রাণি
মানুষের বেলায় তার ব্যতয় ঘটেনি।