সুজলা সুফলা ফসলের মাঠে
আঁকাবাকা মেঠো এ বাটে।
কোথায় তুমি একা হেঁটে যাও
আমার দিকে বারেক ফিরে চাও।
অভিমান কেন ওগো কৃষাণী
নবান্নে তোমায় এনে দেব পানদানি।
পান খেয়ে গীত গেয়ে ঘরে তুলবে ধান
খেজুর রসের মিষ্টি ঘ্রাণে ভরে যাবে প্রাণ।
নয়া চালে ভাপা পিঠা, তোমার হাতে মধু মাখা
খেজুর গুড়ের পাটালি,তোমার সাথে মিতালি।
ধান কাটা হলে সারা,ঘুরতে যাব অচিন পাড়া
যেতে চাইলে নাইওড়ি,তোমায় দেব রঙিন শাড়ি।