তিনটি অক্ষরে লেখা
একটি নাম “বাংলাদেশ “।
কালো কালির বর্ণে নয়
সাদা কাগজের পাতায় নয়।
হৃদয়ের পাতায় রক্তে বাঁধায়।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জমি
নও শুধু কালো মাটির বিছানা।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
রচিত হয়েছে সার্বভৌমত্বের সীমানা।
নদীর সাথে মানুষের আছে মিতালী
পাখির কণ্ঠে আছে সুরের গীতালি।
রুপালি ইলিশের স্বাদ সীমানা পেরিয়ে
জামদানি মসলিন আছে দাড়িয়ে।
ক্ষীরসাপাতি,হাড়ি ভাঙা ভরপুর রসে
আমরুপালির মিষ্টি ঘ্রাণ ছড়িয়েছে বিশ্বে।
এ মাটি বিধাতার আশির্বাদ
এখানেই হবে বিশ্বমানের চাষাবাদ।
আছে এখানে বিশাল জনশক্তি
দক্ষতা অর্জনে আনবে আর্থিক মুক্তি।
প্রযুক্তির বিশ্বে কেন পিছিয়ে এবার
তারুণ্যের মেধা হতে পারে অহংকার।
আজ আর হতে চাই না খেয়া পাড়ের মাঝি
রকেট চালিয়ে ভিন গ্রহে যেতে আমি  রাজি।।


[বিঃদ্রঃ শত তম কবিতা প্রকাশ করতে পেরে শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে।সেই সাথে বাংলা কবিতা ডট কমের সংশ্লিষ্ট সবার প্রতি এবং শুভাকাঙ্ক্ষী বরেণ্য কবিগনের প্রতি পরম কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে প্রিয় পাঠকদের প্রতি রইলো অনাবিল ভালবাসা।সবার জন্য শুভকামনা ]