তীব্র ভূ-কম্পে ভিন্ন হলো গতিপথ
তুমি মিশে গেলে খরস্রোতার সাথে,
আর আমাকে সবাই মরা নদী বলে।
আজও কোথাও নিজেকে হারাই নি
সে দিনের সে বিচ্ছেদ বেদনা ভুলে,
প্রাণহীন দেহ কে পৃথিবী লাশ বলে।
দু’টি দেহ মিশে ছিল একটি প্রাণে
আকাশের চেয়েও বিশাল এক প্রেমে।
সেদিন এ প্রেমের কবিতা লিখে ছিলে
কালি ফুরানোর ভয়ে, সাগর জলে।
চলে গেলে সেই কবিতার ইতি টেনে
দিয়ে গেলে “বিচ্ছেদ” কবিতার শিরোনাম,
তবে কি আমি একাই ভালোবেসেছিলাম?