শীতের তীব্র আঘাতে
ঝরে  সবুজ পাতা পল্লব।
কি যে দুঃসহ ব্যথা বুকে
প্রিয়জন হারানোর অনুভব।
অনুরাগে -বিরাগে তুমি
ছিলে নয়নের দুটি তাঁরায়।
কেমন করে জানালে প্রিয়
এমন নিদারুণ বিদায়।
এ কেমন নির্দয় কামান
ধ্বংস করল নগর পল্লী।
মোর হৃদয়ে জ্বালালে
তুমি পারমানবিক চুল্লী।
কি যে ধ্বংস দেখিল বিশ্ব
ফ্যাটমেন আর লিটলবয়।
হিরোসিমা নাগাসাকির
ধ্বংসলীলা আজও বিস্ময়।
তারচেয়ে বেশি আঘাত করিলে
প্রিয়, ক্ষতবিক্ষত এ হৃদয়।
চেয়েছিলাম প্রেম হৃদয়ের দামে
অর্থের অনুরাগে প্রেমের কি মূল্য?
এ হৃদয়হীন নিষ্ঠুর ধরাধামে।