না পাওয়ার সমীকরনে
কাটে বিষন্ন নির্ঘুম রাত্রি।
হতাশার কাফনে মোড়ানো
কেন  তুমি এক শব যাত্রি?
জয়ের মালা সবার হয় না
তাই বলে কী বাঁচতে মানা?
অপরূপ এ ধরনীর মাঝে
সোনালী রোদ্দুর নয় মিছে।
পরাজয় ভুলে সব মানুষের
বাঁচার যে অধিকার আছে।
সমাজ সে তো এক চোখা
জয়ে দিতে জানে শধু বাহবা।
নিজের পরাজয় ঢাকতে
অন্যকে তিরস্কার করে সদা,
তাতে বিজিতের কী আসে যা?