ঘনকালো আঁধার ভেদ করে
হলো ভোরের সূর্যোদয়।
লাল-সবুজের পতাকা রাঙিয়ে
পেলাম মোরা বিজয়।
লক্ষ প্রাণের বিনিময়ে
উড়ল বিজয় নিশান।
বৈষম্যের দেয়াল ভেঙ্গে
হাসল বাংলার কৃষান।
বিজয় মানে শ্রমজীবীর মুখে
এক চিলতে হাসির সঞ্চয়।
বিজয় মানে অবুজ শিশুর
মায়ের কোলে নিরাপদ আশ্রয়।
বিজয় মানে খোলা কণ্ঠে
অবারিত পাখির গান।
বিজয়ের পতাকা উড়িয়ে
বিশ্বে পেলাম স্বাধীন দেশের সম্মান।