জলে কর পুণ্য স্নান
শুচি কর তুমি এ দেহ,
অন্তরে আছে কালিমা।
পরনিন্দায় মত্ত সদায়,
হৃদয়ে রাখো হিংসা জমা।
জলে আঁকো অন্যের ছবি।
জলের মাঝে দেখনা
তুমি নিজের প্রতিচ্ছবি।
সুসময়ে কর ভন ভন
তুমি যেন দুধের মাছি।
সাধুবেশে নজর কাড়ো
তুমি এক বিড়াল তপস্বী।