মৌলের ভিন্ন রূপের প্রবনতা
বলে রসায়নে বহুরূপতা।
মানুষের মাঝে আছে রূপভেদ
কথা আর কাজে কত ভিন্নতা।
উদাস বাউলের ভান ধরিয়া
বলো দু'দিনের এ দুনিয়া।
আল্লাহর জমিনের আছে ঝোঁক
বিলাসিতাই খুঁজো তুমি সুখ,
আসলেই  তুমি সর্বভুক।
সাদ্দাদের বেহেশত বানাতে
ধর্মটাকে কর পুঁজি।
খোদার সাথে শিরক করতে
হৃদয় কাঁপে না বুঝি!
তোমার হৃদয়ে মোহর আটানো
বহুরূপী ওরে পাজি।