মাগো তোমার বোকা ছেলে
দুষ্টুমিতে সেরা।
আমার আকাশ মেঘে ঢাকা
তোমার হাসি ছাড়া।
তোমার ছেলে না বুঝে মা
দিয়ে যাই তোমায় প্যারা।।


সকাল সন্ধ্যা তোমায়
আমি করি জ্বালাতন।
পড়াশোনা ফাঁকি দিয়ে
চালাই মোবাইল ফোন।।
মোবাইল ফোনে মত্ত থাকি
ফেসবুকে রাত জাগি,
তোমায় দিয়ে ফাঁকি।।


এসব দেখে আমায় তুমি
দিয়ে যাও বকা।
রাগ করনা,তোমার ছেলে
আস্ত একটা বোকা।
তোমার ছেলে স্বপ্ন দেখে
বানাবে একটা রকেট।
যে রকেটে ঘুরতে যাবে
আমার সাথে চাঁদের দেশে,
লাগবেনা তোমার টিকেট।।


বোকা ছেলের কথা শুনে
হাসে মা চুপিসারে,
আদর করে খাওয়ায়।
পড়াশোনা করে যা বাপ
দিস না স্কুল কামাই।।